Mobile Menu

৮. আলো অন্ধকারের নাট্যকার এবং পালাগানের কুশীলব

প্রশ্ন: আচ্ছা আল্লাহতায়ালা কোরআনে বলেছেন, তিনি সৃষ্টির সর্বত্র বিরাজমান। সৃষ্টির সবকিছুই তিনি ধারণ করে আছেন। যদি তাই হয় তাহলে শয়তানও তাঁরই সৃষ্টি, সব মঙ্গলও তাঁরই মধ্যে বিরাজমান। শয়তান তাঁরই কাছ থেকে শক্তি পেয়েছে মানুষকে বিপথগামী করার।