Mobile Menu

যাকাতের হিসাব


বাদ যাবে / Deductions


Totals


স্বর্ণ-রৌপ্য ও ডলার হিসাব করার নিয়ম

  • হিজরী, ১৪ ই শাবান মোতাবেক –
    যাবতীয় স্বর্ণ-রৌপ্য, ডলার ও বৈদেশিক টাকার হিসেব করতে হবে।
  • যেমন: ওই তারিখে সোনার ক্যারেটের বাজার মূল্য হিসেব করে সর্বমোট স্বর্ণের ক্যারেটের গুণফল থেকে উদ্বৃত্ত টাকার দুই তৃতীয়াংশ যাকাতের নিসাব পরিমান সম্পদ হিসেবে গণ্য হবে।
  • উক্ত তারিখে যদি কোন ব্যক্তিগত ঋণ অথবা লোন থাকে তবে তা দেনা হিসেবে গণ্য হবে এবং তা যাকাতের হিসাব থেকে বাদ যাবে।
  • মোট যাকাতযোগ্য সম্পদ অথবা টাকা থেকে দেনা বাদ দিয়ে যে অর্থ বা সম্পদ বাকি থাকবে তার উপরে আড়াই শতাংশ (২.৫%) টাকা যাকাত হিসেবে প্রদান করতে হবে ।
  • এই যাকাত আগামী বছরের ১৩ই সাবান পর্যন্ত -এক বছরকাল সময় নিয়ে প্রদান করা যাবে।
  • ভুলবশত কোন এক বছরের যাকাত বাকি থেকে গেলে তা পরবর্তী বছরের যাকাতের হিসাবে চলে আসবে এবং উক্ত বাকি টাকার আড়াই শতাংশ যাকাত প্রদান করতে হবে।